বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবলে নবগঙ্গা কলেজ চ্যাম্পিয়ন

Jul 17, 2024 - 06:15
 0  211
বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবলে নবগঙ্গা কলেজ চ্যাম্পিয়ন
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
নড়াইল জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে লোহাগড়া উপজেলার দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সোমবার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নবগঙ্গা ডিগ্রি কলেজের খেলোয়াড়রা ১-০ গোলে সদর উপজেলার বল্লারটোপ আইডিয়াল কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।  
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাশার আল মামুন, জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস, নড়াইল পৌর কাউন্সিলর রেজাউল বিশ্বাসসহ অনেকে।
বিজয়ী দলের হাতে ক্রেস্ট ও ৩০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া রানার্সআপ দলকেও ক্রেস্ট ও ২০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেয়া হয়।
১২ জুলাই শুরু হওয়া টুর্নামেন্টে নড়াইলের কলেজ ও মাদরাসা পর্যায়ে ১৬টি দল অংশগ্রহণ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online