পবিপ্রবিতে ৫ দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপি

Feb 27, 2024 - 12:02
 0  21
পবিপ্রবিতে ৫ দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপি
ছবিঃ প্রতিনিধি/ওভি

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিতর্কিত কর্মকর্তা রাসেলের বহিস্কারের দাবিতে চলমান আন্দোলন স্থগিত করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার শিক্ষকের সম্মান আদায় আন্দোলনের মুখপাত্র রাকিবুল ইসলামের বরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একইদিন আন্দোলনরত ছাত্রদের পক্ষ থেকে ৫ দফা দাবি আদায়ে প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান ও উপাচার্যের সাথে বৈঠকে বসে আন্দোলনরত শিক্ষার্থীরা।

স্মারকলিপির প্রথম দাবি হলো ২২ ফেব্রুয়ারি কর্মকর্তা পরিষদের মানববন্ধন কর্মসূচি থেকে দেয়া বিতর্কিত বক্তব্যের জন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।

দ্বিতীয় দফায় ছাত্র-শিক্ষক-কর্মকর্তার আচরণবিধির নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়েছে।

তৃতীয় দফা দাবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীরা যে ভোগান্তি পোহায় তার নিরসনের জন্য ও কর্মকর্তাদের অনিয়মের জন্য শাস্তির বিধানের ব্যাপারে।

এছাড়াও চতুর্থ দাবিতে কর্মকর্তাদের শিফটিং এর নিয়ম চালুর ব্যাপারে বলা হয়েছে। 

সর্বশেষ দাবিতে শিক্ষক-কর্মকর্তাদের রাজনীতি নিষিদ্ধের কথা বলা হয়েছে এবং কেউ রাজনীতিতে সম্পৃক্ত হলে তাকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। 

উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কৃষিকুঞ্জের ডাইনিং কক্ষে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় চলমান আন্দোলনের প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে উপরোক্ত দাবি আদায়ে প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ও আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়া হয়।

তবে দাবি আদায় না হলে আবারও কঠোর আন্দোলনে নামবে সাধারণ শিক্ষার্থীরা এমনটাই জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online