পবিপ্রবি ও চীনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি 

Dec 3, 2024 - 20:51
 0  6
পবিপ্রবি ও চীনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি 
ছবিঃ প্রতিনিধি/ওভি

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ও চীনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কলেজ অব প্লান্ট প্রটেকশন বিভাগের মধ্যে এক সমঝোতা চুক্তি(এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 

মঙ্গলবার কৃষি অনুষদের সম্মেলন কক্ষে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে উক্ত চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়। পবিপ্রবির রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টারের (আরটিসি) উদ্যোগে আয়োজিত সেমিনারে আরটিসি পরিচালক অধ্যাপক ড. মোঃ মামুন-উর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পূর্ণেন্দু বিশ্বাস ও চীনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কলেজ অব প্লান্ট প্রটেকশন বিভাগের ডিন অধ্যাপক ড. জুন লিউ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন পবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, আরটিসি পরিচালক অধ্যাপক ড. মোঃ মামুন-উর-রশিদ, প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ রুবেল মাহমুদ এবং চীন থেকে আগত অধ্যাপক ড. জুন লিউ, অধ্যাপক জিহং লি সহযোগী অধ্যাপক ড. ওয়ারসেঙ জাও।

প্রধান অতিথির বক্তব্যে  উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, গত ২৫ বছর ধরে পবিপ্রবি দেশের কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চীনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে এ সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম, উচ্চতর প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের দ্বিপাক্ষিক কৃষি গবেষণা কার্যক্রমের দ্বার উন্মোচিত হলো। 

এসময় আরো উপস্থিত ছিলেন পবিপ্রবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমানসহ পবিপ্রবির গবেষক ও শিক্ষকবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online