নড়াইলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ফরহাদ খান, নড়াইল
নড়াইলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক এডুকেশন সোসাইটি জেলা শাখার আয়োজনে শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামিক এডুকেশন সোসাইটি জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাকসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের পরিচালক অধ্যক্ষ ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তৃতা করেন সংগঠনের যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ডক্টর আলমগীর বিশ্বাস, জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, অধ্যক্ষ মঞ্জুরুল হক, অধ্যক্ষ সিরাজুল ইসলাম ও জাকির হোসেন বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন হেমায়েতুল হক হিমু, ইসাহাক মিয়া, সহকারী অধ্যাপক ইয়াকুব হোসেন, মাস্টার জাকির হোসেন।
বক্তারা বলেন, একটা জাতির উন্নতির জন্য শিক্ষকদের ভূমিকা রয়েছে। শিক্ষক সৎচরিত্রবান ও দায়িত্বশীল হলে শিক্ষার্থীরাও সেইভাবে গড়ে উঠবে। জাতির মেরুদন্ড শিক্ষাকে এগিয়ে নিতে আমাদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। আদর্শ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান গড়তে ইসলামিক এডুকেশন সোসাইটির ভূমিকা রয়েছে।
What's Your Reaction?