নতুনধারার চার দফায় ‘ত্রাণ উপহার’ প্রদান সম্পন্ন

Aug 31, 2024 - 02:39
 0  28
নতুনধারার চার দফায় ‘ত্রাণ উপহার’ প্রদান সম্পন্ন
ছবিঃ প্রতিনিধি/ওভি

ঢাকা, ৩০ আগস্ট (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস) – ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকার বন্যার্তদে মাঝে নতুনধারা বাংলাদেশ এনডিবির চার দফায় ত্রাণ উপহারপ্রদান সম্পন্ন হয়েছে।

সোমবার শুরু হওয়া কর্মসূচি শুক্রবার পর্যন্ত দাগনভূঞার সিলোনিয়া, রাজাপুরসহ বিভিন্ন এলাকায় মোমিন মেহেদীর নেতৃত্বে নতুনধারার নেতৃবৃন্দ খাবার ও কাপড় বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, সদস্য আল আমিন বৈরাগী প্রমুখ।

নতুনধারার নেতৃবৃন্দ জানান, সর্বসম্মতিক্রমে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে তহবিল গঠন করা হয়। প্রথম দফায় নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা বেগমের তত্বাবধানে ফেনীর দূর্গম এলাকায়, দ্বিতীয় দফায় সিনিয়র ভাইস চেয়ারম্যানের তত্ত্বাবধানে কুমিল্লার চৌদ্দগ্রামসহ বিভিন্ন এলাকায় এবং তৃতীয় দফায় ভাইস চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী ও চতুর্থদফায় মোমিন মেহেদীর নেতৃত্বে লক্ষ্মীপুরসহ বিভিন্ন দূর্গম এলাকায় এই ত্রাণ প্রদান করা হ। এসময় নেতৃবৃন্দ বলেন, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানার দক্ষ নেতৃত্বে নতুনধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে বন্যার শুরু থেকেই ফেনীতে উদ্ধার অভিযানে অংশ নেন নতুনধারা ফেনী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মানজুর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ। পঞ্চম দফায় নতুনধারার রাজনীতিগণ আবারো ফেনীতে ত্রাণ উপহার দিতে প্রস্তুতি নিচ্ছে। আগ্রহী যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নতুনধারার ত্রাণ তহবিলে সহায়তার অর্থ দিতে চাইলে নতুনধারা বাংলাদেশ এনডিবির ব্যাংক একাউন্টে অথবা বিকাশ/নগদ এর মাধ্যমে পাঠাতে পারবেন। এছাড়াও খাদ্যদ্রব্য বা অন্য কোন সামগ্রী সরাসরি সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ২৭/৭ তোপখানা রোড, ঢাকা ১০০০ ঠিকানায় এসে দিতে পারবেন বলে জানান নতুনধারার মিডিয়া সেল সদস্য সাবিনা আক্তার তুরিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online