‚আ'লীগ ও তার দোসরদের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখতে হবে‘
ফরহাদ খান, নড়াইল
আওয়ামী লীগ ও তার দোসরদের ষড়যন্ত্র এখনো চলছে, কেউ তাদের পাতানো ফাঁদে পা দিবেন না। এজন্য সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৃহস্পতিবার নড়াইল শহরের চৌরাস্তা এলাকায় দলীয় কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে একথা বলেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ।
তিনি আরো বলেন, বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে। যা মোটেও কাম্য নয়। অসাম্প্রদায়িক চেতনায় আমরা এদেশে হিন্দু-মুসলমান মিলেমিশে বসবাস করলেও দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি গোষ্ঠী উঠেপড়ে লেগেছে। ফাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দলীয় প্রধান শেখ হাসিনা ভারতে বসে কূটকৌশল চালাচ্ছেন। বাংলাদেশকে অস্থিতিশীল করতে তারা একের পর এক ষড়যন্ত্র ও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনপিপিসহ সমমনা দলগুলো সজাগ থাকায় আওয়ামী লীগের কুটকৌশল ও অপতৎপরতা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। এছাড়া আওয়ামী লীগ আমলে দিনের ভোট রাতে হলেও এবার তা হবে না। বর্তমান সরকারের অধীনে ভোট নিরপেক্ষ ও স্বচ্ছ হবে।
এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য ও নড়াইল জেলা সভাপতি শরীফ মুনীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি আনোয়ার হোসেন খান, উপদেষ্টা কাজী শওকত আলী, সদর উপজেলা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মুক্ত, প্রেসিডিয়াম সদস্য বেলাল আহমেদ, নড়াইল পৌর কমিটির সভাপতি আরজান বেগ, সেক্রেটারি জাহিদুল ইসলাম টুকু, লোহাগড়া উপজেলা সভাপতি হাফিজুর রহমান, সেক্রেটারি বদরুল ইসলামসহ অনেকে।
নড়াইলের জুড়ালিয়া বহুমুখী কলেজের প্রভাষক এমএম হেদায়েত আলী ও জামাল আলী, আউড়িয়া ইউপির সাবেক মেম্বর আকরাম হোসেন তোতা ভূঁইয়া, নওয়াপাড়া কলেজের সাবেক ভিপি হাফিজ শিকদার, রুহুল আমীন, নাসির শেখসহ অনেকে এপিপিতে যোগদান করেন।
What's Your Reaction?