জেলা বিএনপির সম্পাদকের বহিষ্কার দাবি, কুশপুত্তলিকা দাহ

Jan 23, 2025 - 21:34
 0  3
জেলা বিএনপির সম্পাদকের বহিষ্কার দাবি, কুশপুত্তলিকা দাহ
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ২৩ জানুয়ারি (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।  

বৃহস্পতিবার শহরের পুরাতন টার্মিনাল চত্বরে মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া বিক্ষোভ মিছিল পুরাতন বাস টার্মিনাল থেকে শুরু হয়ে আদালত চত্বর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আলী হাসান, জেলা কৃষকদলের আহ্বায়ক নবীর হোসেন, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, জামাল উদ্দিন, যুবদলের জেলা সভাপতি মশিয়ার রহমান, জেলা শ্রমিকদলের সভাপতি সাইদুজ্জামান আলসহ অনেকে।
এছাড়া বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল কবীর চন্দন, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম টিংকু, শিহাবুর রহমান শিহাব, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপি নেতা দেলোয়ার হোসেন বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সদ্য সমাপ্ত নড়াইল পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনে ভোটার প্রতি পাঁচ থেকে ২০ হাজার টাকা খরচ করেছেন। ভোট কিনে তার পছন্দের প্রার্থীদেরকে বিজয়ী করেছেন।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান বলেন, পৌর বিএনপির কমিটি গঠন উপলক্ষে কাউন্সিলরদের ভোটগ্রহণে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনা ও প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ রয়েছে।

এছাড়া কৃষকদলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের ওপর গুলি করেছে মর্মে মিথ্যা নাটক সাজিয়ে মোস্তকে দল থেকে বহিষ্কার করিয়েছেন। মনিরুল পদে থাকা অবস্থায় আগামি ৫ ফেব্রুয়ারি জেলা কমিটির সম্মেলন হলে সেটা নিরপেক্ষ হবে না। নতুন জেলা কমিটি গঠনে মনিরুল ষড়যন্ত্র চালাচ্ছেন। জেলা কমিটির সম্মেলন সুষ্ঠু-সুন্দরভাবে সম্পন্ন করতে হলে মনিরুলকে স্বেচ্ছায় পদত্যাগ কিংবা বহিষ্কার করতে হবে।
এসব অভিযোগের বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, নেতাকর্মীদের কাছে জনপ্রিয়তা না থাকায় নির্বাচনে পরাজিত হয়ে কয়েকজন আমার নামে অপপ্রচার চালাচ্ছেন। প্রকৃত নেতাকর্মীরা দলের মূল ধারার সঙ্গে আছেন।
এদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বিরুদ্ধে একই অভিযোগে রোববার দুপুরে শহরের দুর্গাপুর এলাকায় সংবাদ সম্মেলন করেন নড়াইল পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে পরাজিত প্রার্থী জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আলী হাসান। ১৮ জানুয়ারি নড়াইল পৌর বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলররা ভোটাধিকার প্রয়োগ করে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online