মাটির নিচে রাখা ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করলো বিজিবি
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন চরপাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে বুধবার রাত পৌনে চারটার দিকে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় থাকা ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির ওয়াহেদপুর বিওপির একটি টহলদল।
বিজিবি জানায়, বিশেষ টহল পরিচালনা করার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, শ্যামপুর গ্রামের একটি আম বাগানে চোরাচালানের উদ্দেশ্যে মাদকদ্রব্য লুকায়িত আছে। তৎক্ষণাৎ টহলদল উক্ত স্থানে তল্লাশি শুরু করে এবং মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় ২টি বস্তা উদ্ধার করে। পরবর্তীতে টহলদল বস্তাগুলি তল্লাশী করে ১৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল পায়। জব্দকৃত ফেন্সিডিল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ অন্যান্য অবৈধ মালামাল চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করছে।
What's Your Reaction?