সীমান্তে শান্তি রক্ষায় সহযোগিতার জন্য প্রস্তুত থাকার আহ্বান

Jan 24, 2025 - 22:40
 0  11
সীমান্তে শান্তি রক্ষায় সহযোগিতার জন্য প্রস্তুত থাকার আহ্বান
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

আমি যথেষ্ট বিএসএফকে শায়েস্তা করার জন্য যখন আমার প্রয়োজন হবে তখন আপনাদেরকে ডাক দে আমি না ডাকলে নো ম্যানস ল্যান্ডের পাশে কেউ গিয়ে ব্যাঘাত ঘটাবেন নাআমাদের হাতে অস্ত্র আছে, আমাদের ট্রেনিং আছে, মনোবল আছে আমাদের পেছনে ১৮ কোটি মানুষ আছে ১৮ কোটি মানুষ থাকতে আমাদের ভয় পাওয়ার কোন কারণ নেই।
সীমান্তে চোরাচালান রোধে ও জনসাধারণের নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত উপজেলার বিনাদপুর ইউনিয়নে চৌকা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাখোরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এসব কথা বলেন।

তিনি চোরাচালান রোধে, দেশের সীমান্ত সুরক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবিকে সবধরনের সহযোগিতা দেয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, ৫৯ বিজিবির সহকারী পরিচালক মো বেলাল, শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, সোনামসজিদ বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহানসহ স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবি নেতা, স্কুল ও মাদ্রাসার শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online