গোমস্তাপুরে নিরাপদ অভিবাসন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

Feb 23, 2024 - 13:12
 0  204
গোমস্তাপুরে নিরাপদ অভিবাসন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 
ছবিঃ প্রতিনিধি/ওভি

নুহু আলম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) থেকে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার ৬নং বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ওয়ার্ড সদস্য মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম শ্যামলএছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড এর ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যগণ, গ্রাম পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম, শিক্ষক, বিদেশ ফেরত অভিবাসী ও সাংবাদিকসহ এলাকার আরও বিভিন্ন স্তরের প্রতিনিধিগন। 

কর্মশালাটি সঞ্চালনা করেন মোঃ ওমর ফারুক, প্রোগ্রাম অর্গানাইজার, গোমস্তাপুর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও শুভসূচনা করেন ৬নং বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মোস্তফা কামাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রেজাউল করিম, এমআরএসসি কোঅর্ডিনেটর, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে সম্ভাব্য অভিবাসীরা নিয়মিত উপায়ে, স্বল্প খরচে, প্রশিক্ষিত হয়ে কিভাবে বিদেশে যেতে পারেন এবং কোথায় থেকে কি ধরনের সেবা পাওয়া যাবে তা সকলের উদ্দেশ্যে তুলে ধরা হয়। এছাড়াও ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক পুনরেকত্রীকরণ এবং অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সহ, রেফারেল সেবার বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করেন রেজাউল করিম

তিনি বলেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে বাংলাদেশের ৩টি বিমান বন্দর ঢাকা, সিলেট ও চট্রগ্রামে জরুরি সহায়তা প্রদান করা হয়। বিদেশে আটকে পড়া ব্যক্তিকে ফেরত আনা, অসুস্থ অভিবাসীদের চিকিসা সহায়তা, দেশে লাশ আনতে সহায়তাসহ নানাবিধ ভালো কাজের সাথে আছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।

প্রধান অতিথি মোঃ শামিউল আলম (শ্যামল), চেয়ারম্যান ৬নং বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ বলেন, ব্র্যাক জনগনকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাইগ্রেশন প্রোগ্রাম কার্যক্রম শুরু করেছে। মাইগ্রেশন প্রোগ্রাম বোয়ালিয়া ইউনিয়নসহ সকলের খুশির খবর। তাই, ব্র্যাক মাইগ্রেশন প্রোগামের প্রতি আমরা কৃতজ্ঞ। বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহায়তার করা হবে বলে আশ্বস্ত করেন তিনি 

সভাপতির বক্তব্যে মোঃ মোস্তফা কামাল বলেন, আমরা সবাই ‍মিলে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সাথে আছি। প্রবাস ফেরত অভিবাসীদেরকে ব্র্যাকে রেফারের মাধ্যমে সহায়তার ব্যবস্থা করবো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online