শনিবার থেকে বিএসভিইআর এর ৩০তম বার্ষিক সম্মেলন

Feb 25, 2024 - 02:22
 0  112
শনিবার থেকে বিএসভিইআর এর ৩০তম বার্ষিক সম্মেলন
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, ২৪ ফেব্রুয়ারি (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) ভেটেরিনারি শিক্ষা  গবেষণার উন্নয়নের লক্ষ্যে শনিবার থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবিশুরু য়েছে দুই দিনব্যাপী ৩০তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন। 

স্মার্ট ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড ওয়ান হেলথ্’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৈজ্ঞানিক সম্মেলনটি আয়োজন করছে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ (বিএসভিইআরসোসাইটি।

বৈজ্ঞানিক সম্মেলনে শিক্ষাবিদগবেষকমাঠপর্যায়ের ভেটেরিনারিয়ান  উদ্যোক্তানীতিনির্ধারকসহ মোট ৪০০ জন অংশগ্রহণ করছেন। সম্মেলনে একটি বার্ষিক বক্তৃতাএকটি মূল প্রবন্ধ এবং দুইটি পূর্ণাঙ্গ বক্তৃতা সহ মোট ৬৮টি মৌখিক উপস্থাপনা এবং ৭৮টি পোস্টার পেপার উপস্থাপন করা চ্ছে এছাড়া সম্মেলনে একটি সিম্পোজিয়াম সেশনএকটি প্লেনারি সেশন এবং আটটি ওপেন পেপার সেশন থাকছে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করছে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এ্যানিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ওয়ান হেলথ এর জাতীয় সমন্বয়কারী অধ্যাপক নিতিশ চন্দ্র দেবনাথ।

শুক্রবার ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে এসব কথা বলেন বিএসভিইআরের সাধারণ সম্পাদক এবং বাকৃবির মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক মোআরিফুল ইসলাম।

আরিফুল ইসলাম বলেনওয়ান হেলথ হলো মানুষ  প্রাণীর স্বাস্থ্য এবং পরিবেশের সমন্বয়ে গঠিত উন্নত জনস্বাস্থ্যমূলক ব্যবস্থাযা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের বৈজ্ঞানিক সম্মেলনে বিভিন্ন জুনোটিক রোগ (যা মানুষ থেকে প্রাণি  প্রাণি থেকে মানুষে সংক্রমিত হয়যেমনবোভাইন যক্ষাঅ্যানথ্রাক্সব্রুসেলোসিসএভিয়ান ইনফ্লুয়েঞ্জাকোভিড-১৯ডেঙ্গুনিপাহ এবং আরও অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলায় ভেটেরিনারিয়ানদের করণীয় নিয়ে বিশদ আলোচনা করা চ্ছে। এর ফলে একজন ভেটেরিনারিয়ান সকল চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় জ্ঞান  দক্ষতা অর্জন করতে পারবে। 

তিনি আরও বলেনসম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ অ্যাক্রিডেটশন কাউন্সিলের সদস্য অধ্যাপক মোগোলাম শাহী আলম। তিনি এবারের সম্মেলনে বার্ষিক লেকচার অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন। এছাড়া উপস্থিত থাকবেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক মোআব্দুল আউয়ালপ্রাণিসম্পদ সেবা বিভাগের মহাপরিচালক মোএমদাদুল হক তালুকদারকৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্বনাথু রাম সরকাররেনেটা লিমিটেডের এনিম্যাল হেলথ বিষয়ক পরিচালক মোসিরাজুল হক  ইন্টার এগ্রোভেট বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা কে এম খসরুজ্জামান। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন বাকৃবি উপাচার্য অধ্যাপক এমদাদুল হক চৌধুরী।

বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজক কমিটির সভাপতি  বাকৃবি প্যাথলজি বিভাগের অধ্যাপক আবু হাদি নূর আলী খান বলেনবর্তমানে রোগ সৃষ্টিকারী জীবাণুর মধ্যে প্রায় ৬১ শতাংশ জীবাণু মানুষ এবং প্রাণী উভয়কেই সংক্রমণ করে। এর মধ্যে অনেক জীবাণু অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য রাসায়নিক প্রতিষেধক প্রতিরোধী। ফলস্বরূপ মানুষ  প্রাণীর শরীরের জীবাণুগুলো পানিমাটি  পরিবেশের অন্যান্য উপাদানের মাধ্যমে আবার মানুষ  প্রাণীতেই ফিরে আসছে। ঠিক এই কারণেই ওয়ান হেলথ বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানুষের চিকিৎসকপ্রাণী চিকিৎসক  পরিবেশ বিশেষজ্ঞ একই সারিতে এনে জুনোটিক রোগ সেগুলোর সঠিক ব্যবস্থাপনা  নিয়ন্ত্রণ নিয়েই কাজ করে ওয়ান হেলথ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক মোআব্দুল আউয়ালবিএসভিইআরের সভাপতি অধ্যাপক ফরিদা ইয়াসমীন বারিআয়োজক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আলম মিয়া এবং ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতভেটেরিনারি শিক্ষা  গবেষণার উন্নয়নের লক্ষ্যে ১৯৯৪ সালে বিএসভিইআর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন করে তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online