কালিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ফরহাদ খান, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল স্কুল মাঠ চত্বরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বড়নাল ইলিয়াসাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বুধবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ওবায়দুল্লাহ কায়সার।
তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর সবচেয়ে জুলুম নির্যাতন করা হয়েছে। অনেক নেতাকর্মী নিহত হয়েছেন। মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। জামায়াতে ইসলামী সব সময় মানবতার সেবা, দেশের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করে থাকে। তাই জামায়াত ক্ষমতায় এলে পুরুষের পাশাপাশি মা-বোনেরা যথাযথ ইজ্জত নিয়ে চলাফেরা করতে পারবেন। সব ধর্মের লোক ভালো থাকবেন ইন-শা-আল্লাহ।
বড়নাল ইলিয়াসাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি পিকুল শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তরিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আলমগীর হুসাইন, কালিয়া পৌর আমির মাওলানা নওশের আলী এবং জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা রফিকুল ইসলাম।
What's Your Reaction?