“নীতি-আদর্শের মাধ্যমে সব জঞ্জাল পরিস্কার-পরিচ্ছন্ন করতে চাই“

Dec 18, 2024 - 16:49
 0  20
“নীতি-আদর্শের মাধ্যমে সব জঞ্জাল পরিস্কার-পরিচ্ছন্ন করতে চাই“
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার শহরের আলাদাতপুর এলাকায় কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মির্জা আশেক এলাহী। সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নড়াইল জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস, গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক মাওলানা রেজাউল ইসলাম, ফরিদপুর জেলা আমির মাওলানা বদরুদ্দিন, নড়াইল জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক, নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য ও নড়াইল জেলা সভাপতি শরীফ মুনীর হোসেন, নড়াইল জেলা পূজা উদযাপন পর্ষদের সাবেক সভাপতি অশোক কুন্ডু, রূপগঞ্জ জামে মসজিদের খতিব মাওলানা আইয়ূব আনসারী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কালচারাল বিভাগের সদস্য আবিদুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সদস্য এম মুনীর চৌধুরী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক রাফায়েতুল হক তমাল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল বাশার, আইয়ুব হোসেন খান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, হেমায়েতুল হক হিমু, অধ্যাপক খিয়াম উদ্দিন, সদর উপজেলা আমির আব্দুল্লাহ আল আমিনসহ অনেকে।
জামায়াত নেতারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিদায় হয়েছে। এই অর্জন যেন দেশবিরোধী ষড়যন্ত্রের কারণে নস্যাৎ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। গণতন্ত্রের মানসকন্যা দাবিদার শেখ হাসিনা নিজেই গণতন্ত্র হত্যা করে জামায়াত-ছাত্রশিবিরসহ বিরোধী দল-মতার্দশের ওপর অমানবিক নির্যাতন করেছে। জামায়াতে ইসলামীর নীতি-আদর্শের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে আমরা কাজ করতে চাই। সব জঞ্জাল পরিস্কার-পরিচ্ছন্ন করতে চাই।
নড়াইল শহরের আলাদাতপুর এলাকায় সড়কের পাশে অবস্থিত জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে দু'টি তলা রয়েছে। এর মধ্যে আধুনিক মানের সেমিনার কক্ষ, জেলা আমির ও সেক্রেটারির অফিসকক্ষসহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য দপ্তর রয়েছে এখানে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online