আমাদা হাইস্কুলে সভাপতি হলেন এপিপি কাজী জিয়াউর

Mar 4, 2025 - 19:00
 0  17
আমাদা হাইস্কুলে সভাপতি হলেন এপিপি কাজী জিয়াউর
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ০৪ মার্চ (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)নড়াইল জেলা ও দায়রা জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান লোহাগড়া উপজেলার আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের 'এডহক ম্যানেজিং কমিটি'র সভাপতি নির্বাচিত হয়েছেন।

সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক ডক্টর কামরুজ্জামান স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। কাজী জিয়াউর ছাড়াও কমিটিতে তিনজন সদস্য আছেন। এর মধ্যে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার কুন্ডু, অভিভাবক সদস্য তানজিরা খাতুন এবং সাধারণ শিক্ষক সদস্য মনজুরুল হক।
লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের সন্তান কাজী জিয়াউর রহমান (পিকুল) খুলনার সরকারি বিএল কলেজ থেকে এমএ পাশ করেন। ঢাকাস্থ বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি অর্জন করে ২০১৮ সালে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে আইন পেশা শুরু করেন। ২০২৪ সালের ৫ নভেম্বর এপিপি নিযুক্ত হয়েছেন।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত ঐহিত্যবাহী আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ কাজী জিয়াউর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online