সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি প্রার্থী সাজ্জাদ

ফরহাদ খান, নড়াইল
নড়াইল-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফট্যানেন্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস এম সাজ্জাদ হোসেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বুধবার নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাংবাদিক আব্দুস সাত্তার, ফরহাদ খান, শরিফুল ইসলাম বাবলু, ইমরান হোসেন, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক নূরুন্নবী সামদানী, শুভ সরকার, আবু তাহেরসহ অনেকে।
নড়াইল-১ আসনে এমপি প্রার্থী এস এম সাজ্জাদ হোসেন জানান, ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষে দলীয় মনোনয়ন পেয়েছিলেন তিনি। অনুকূল পরিবেশ না থাকায় তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।
এবার সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমি নির্বাচনী এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছি। ইতোপূর্বেও এলাকার উন্নয়নে কাজ করেছি। ভবিষ্যতেও কাজ করতে চাই। এবারও দলীয় মনোনয়নের প্রত্যাশা করছি।
What's Your Reaction?






