নড়াইলের কদমতলায় বিএনপি কার্যালয় উদ্বোধন

Sep 2, 2025 - 05:23
 0  13
নড়াইলের কদমতলায় বিএনপি কার্যালয় উদ্বোধন
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ৩১ আগস্ট (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের কদমতলায় বিএনপির অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় বিএনপির উদ্যোগে শনিবার কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।

কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সালামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম রেজাউল ইসলাম, পিরোলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন আনসারী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিএনপি নেতা ইউপি সদস্য কাছেদ মোল্যা, আব্দুল্লাহ বিশ্বাস, যুবদল নেতা গোলাম মাশরুরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, পিরোলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধনের ফলে সংগঠনের ঐক্য ও শক্তি আরো দৃঢ় হবে। এটি রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি জনসেবার কেন্দ্র হিসেবে কাজ করবে। তবে, দলে গ্রুপিং সৃষ্টিকারীদের পরিণতি ভালো হবে না। নেতাকর্মীরা ইতোমধ্যে তাদের প্রত্যাখ্যান করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online