রাজশাহীর থিম ওমর প্লাজার আগুন নিয়ন্ত্রণে, অসুস্থ তিন জন

May 27, 2025 - 17:47
May 27, 2025 - 17:49
 0  16
রাজশাহীর থিম ওমর প্লাজার আগুন নিয়ন্ত্রণে, অসুস্থ তিন জন
ছবিঃ মোঃ ওবায়দুল্লাহ/ওভি

রাজশাহী, ২৭ মে (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস): রাজশাহীর নিউ মার্কেট এলাকায় সাবেক এমপি ওমর ফারুকের বহুতল শপিং সেন্টারের আগুন আড়াই ঘন্টা পর নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার দুপুরে অগ্নি নির্বাপক বাহিনীর ১২টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয় বলে জানিয়েছেন রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মঞ্জিল হক।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ‘থিম ওমর প্লাজা’র সপ্তম তলা বিশিষ্ট ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঞ্জিল হক বলেন, ভবনের সপ্তম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর পুরো মার্কেটে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্কে ক্রেতা-বিক্রেতারা দ্রুত মার্কেট থেকে বেরিয়ে যান। এ সময়  তিন জনকে অসুস্থ অবস্থায় মার্কেট থেকে উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীরা।
অসুস্থরা হলেন ভবনের নিরাপত্তা প্রহরী মো. রনি (২৫) ও মো. হাসিব (২২) এবং রাজশাহীর ছোটবনগ্রাম পশ্চিমপাড়ার বাসিন্দা মো. বাপ্পি (৪২)। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান, ফুড প্যালেস নামে একটি রেস্তোরাঁর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। আগুন অন্য ফ্লোরে না ছড়ালেও ধোঁয়ার কারণে তা নেভাতে বেগ পেতে হয়েছে। সদর স্টেশন ও বিশ্ববিদ্যালয় স্টেশনের ১২টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
তিনি বলেন, “ভবনের ষষ্ঠ তলা পর্যন্ত মার্কেট, সপ্তম তলায় ফুডকোট। অষ্টম থেকে দশম তলা অ্যাপার্টমেন্ট। আগুন ছড়িয়ে পড়লে অনেক ক্ষয়ক্ষতি হতো। রেস্তোরাঁর অব্যবস্থাপনার কারণে ঘটনাটি ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।”
ওমর ফারুক রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে সংসদ নির্বাচনে সদস্য মনোনীত হন। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online