বাড়ছে পদ্মা ও মহানন্দার পানি, বিপদসীমা ছুঁইছুঁই

Aug 14, 2025 - 15:20
 0  3
বাড়ছে পদ্মা ও মহানন্দার পানি, বিপদসীমা ছুঁইছুঁই
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

উজানের ঢল ও টানা বর্ষণে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে সদর উপজেলার দুইটি ও শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় সাড়ে ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

ডুবে গেছে রোপা আউশ, ভুট্টা, কলা ও শাকসবজির ক্ষেত। এছাড়া ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি প্রবেশ করায় পাঠদান বন্ধ হওয়ার পর্যায়ে। বন্যা কবলিত এলাকায় খাবার পানি ও চিকিৎসার সংকট দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পদ্মা নদীর পানি চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে ২১.৭৪ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমা (২২.০৫ মিটার) কাছাকাছি। মহানন্দা নদীর পানি ১৯.৭০ মিটারে অবস্থান করছে, বিপদসীমা ২০.৫৫ মিটার।

বন্যায় সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়নে প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দি। শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে তিন হাজার, উজিরপুরে এক হাজার ও দুর্লভপুরে চার হাজার পরিবার পানিতে আটকা পড়েছে বলে খবর পাওয়া গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সদর ও শিবগঞ্জের প্রায় ৫শ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন বলা সম্ভব নয়।

পাঁকা ইউনিয়নের বাসিন্দা কারিমুল  ইসলাম জানান, “নিম্নাঞ্চলের আবাদি জমি ডুবে ফসল নষ্ট হয়ে গেছে। অনেক বাড়ির ভিতরে পানি উঠে আছে। আমরা দুই দিন থেকে অন্যের বাড়িতে বসবাস করছি। আমাদের বাড়িতে এখন হাঁটু পানি। পরিবারের লোকজন ও গবাদিপশু নিয়ে বিপদের মধ্য দিয়ে যাচ্ছি। চারপাশ পানিতে ঘেরা।

দুর্লভপুরের মুকুল ইসলাম বলেন, “প্রতিদিন পানি বাড়ছে, আমরাও গতকাল থেকে পানি বন্দী হয়ে পাশের গ্রামে এক আত্মীয়র বাড়িতে অবস্থান করছি। আমার ভুট্টা ও শাকসবজির ৫ বিঘা জমির সফল পানির নিচে ডুবে রয়েছে। ওগুলো নষ্ট হয়ে যাবে। হঠাৎ এমনভাবে পানি বৃদ্ধির কারণে অস্বাভাবিক জীবনযাপন করছি। পানি কমতে শুরু হলে নদী ভাঙনও শুরু হয়। তখন বসত বাড়ি ও ফলের জমি রক্ষা হবে কিনা এমন চিন্তায় আছি

নারায়ণপুর ইউনিয়ন চেয়ারম্যান নাজির হোসেন জানান, ৭ থকে ৮অধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান আজম আলী বলেন, “দোভাগী, ফিল্টেরহাট, নামোজগন্নাথপুর ও বাদশাপাড়ার কয়েক হাজার মানুষ পানিবন্দি।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি বেড়েছে তিন সেন্টিমিটার। আগামী দুই দিন এমন অবস্থা চলমান থাকতে পারে। বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই এমন পূর্বাভাস রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online