মাদক কারবারিদের যন্ত্রণায় অতিষ্ঠ গ্রামবাসী, রাতভর পাহারা

Mar 8, 2025 - 03:29
 0  9
মাদক কারবারিদের যন্ত্রণায় অতিষ্ঠ গ্রামবাসী, রাতভর পাহারা
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, মার্চ (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)নড়াইলের রামসিদ্ধি, কলিমন, বিষ্ণুপুর ও বাসগ্রামে মাদক কারবারিদের গ্রেফতার দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মাদকবিরোধী সচেতন সমাজের উদ্যোগে শুক্রবার বিষ্ণুপুর এলাকায় এসব কর্মসূচীর আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন হানিফ খন্দকার, কাজী জহিরুল ইসলাম, হাসান খন্দকার, রেজা মোল্যা, কে এম নজরুল ইসলাম, মোহাম্মদ হুসাইন, আজমল হোসেন, জাবিদ কাজীসহ অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নড়াইলের রামসিদ্ধি, কলিমন, বিষ্ণুপুর ও বাসগ্রামে মাদক বেচাকেনা চলছে। বিশেষ করে রাত গভীর হলে মোটর সাইকেল যোগে মাদক কারবারিরা এসব গ্রামে এসে বেচাকেনা শুরু করেন। তাদের যন্ত্রণায় নারী, শিশু-কিশোরসহ সবাই অতিষ্ঠ। মাদক কারবারি ঠেকাতে গত ১৫ দিন ধরে রাতভর পাহারা দিয়েও কোন কাজ হচ্ছে না। সচেতন গ্রামবাসী রাত জেগে মাদক ক্রেতা-বিক্রেতাদের মোটরসাইকেল ঠেকাতে গেলে তারা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। ধারালো অস্ত্র বের করে জীবননাশের হুমকি দিয়েছে। দেদারসে তারা মাদক বেচাকেনা চালিয়ে যাচ্ছে। মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের কাছে লিখিত দাবি জানিয়েছি। আশা করছি কালক্ষেপণ না করে প্রশাসন এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online