বিজনেস প্রিমিয়ার লীগের শিরোপা জিতল মার্ভেলাস মার্কেটিং

Mar 5, 2024 - 07:36
 0  427
বিজনেস প্রিমিয়ার লীগের শিরোপা জিতল মার্ভেলাস মার্কেটিং
ছবিঃ প্রতিনিধি/ওভি

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজনেস প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার পবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয় এইএস স্পার্টানস এবং মার্ভেলাস মার্কেটিং এর মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় এইএস স্পার্টানসকে ১৪ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে তুলেছে গত সিজনের চ্যাম্পিয়ন দল মার্ভেলাস মার্কেটিং। শুরুতে টসে জিতে এইএস স্পার্টানসকে ফিল্ডিংয়ে পাঠায় মার্ভেলাস মার্কেটিং। প্রথমে ব্যাট করতে নেমে ১২৯ রানের চ্যালেন্জিং টার্গেট দেয় মার্ভেলাস মার্কেটিং। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান করতে সমর্থ হয় এইএস স্পার্টানস।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. আবুল বাশার খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি  বলেন, খেলায় হার-জিত সবসময় থাকবে, কিন্তু হার-জিতকে পার করে মূলত বিনোদন ও শরীরচর্চার মাধ্যম হিসেবে খেলাধুলাকে গ্রহণ করতে হবে। এসময় তিনি খেলা সংশ্লিষ্ট সকলকে এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এমন সুন্দর আয়োজন করার জন্য, অভিনন্দন জানান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে

উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি এমএসটি স্ট্রাইকার্স ও মার্ভেলাস মার্কেটিং খেলার মধ্য দিয়ে পর্দা উঠেছিলো বিজনেস প্রিমিয়ার লীগ-২০২৪র।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online