বিএসএফের গুলিতে রোকনপুরের এক যুবকের প্রাণনাশ
                                    নুহু আলম গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ থেকে 
গোমস্তাপুর উপজেলাধীন রাধানগর ইউনিয়নের নগরপাড়া গ্রামের সাইফুল (৩৩) নামক এক ব্যক্তি বিএসএফের গুলিতে নিহত হয়েছে। 
ভারত থেকে গরু পাচারকালে ইটা ঘাঁটির ক্যাম্পের নিচে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল আহসান হাবিবের ছেলে। সাইফুল রোকনপুর নগরপাড়ার বাসিন্দা। সাইফুলের একটি ছেলে এবং একটি মেয়ে আছে।
গরু পাচারকালে সাইফুলের সাথে আরো কয়েকজন ছিল। তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের মধ্যে দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। বর্তমানে সাইফুলের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বিজিবি এবং বিএসএফের মধ্যে বলে জানিয়েছেন অত্র ইউনিয়নের মতিউর রহমান।
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                                                                                                                                            
                                                                                                                                            
                                                                                                                                            
