২৬শে মে কমিউনিটি ক্লিনিং এ অংশ নিবেন ফেডারেল এমপি রোজেনথাল

Apr 4, 2024 - 02:48
 0  71
২৬শে মে কমিউনিটি ক্লিনিং এ অংশ নিবেন ফেডারেল এমপি রোজেনথাল
Photo: ah/ov

বন, ০১ এপ্রিল (আওয়ার ভয়েস) - ২০২১ সাল থেকে জার্মানির বন নগরীতে কমিউনিটি ক্লিনিং কার্যক্রম অব্যাহত রেখেছে বেশ কিছু বাংলাদেশী সমাজসেবী সংগঠন। প্রত্যেক মাসের শেষ রবিবার ডুইসডর্ফ এলাকায় এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাসুগ ডায়াস্পোরা এ্যান্ড ডেভেলপমেন্ট, হাউস অফ ইন্টেগ্রেশন, জার্মান-বাংলাদেশ সমিতি কোলন-বন, সীমান্ত, এবং আওয়ার ভয়েস অনলাইনের সহযোগিতায় সেরাজি ফাউন্ডেশন। এই কার্যক্রমকে উৎসাহিত করতে এবং প্রতিবেশীদের মাঝে এব্যাপারে আরও সচেতনতা সৃষ্টি করতে ২৬শে মে রবিবার কমিউনিটি ক্লিনিং-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বন থেকে নির্বাচিত জার্মান ফেডারেল সংসদের সদস্য জেসিকা রোজেনথাল।

রবিবার প্রথমবারের মতো ৭ বছর বয়সী ছেলেকে সাথে নিয়ে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন মরোক্কান-জার্মান মনির গ্রিশি। পরিচ্ছন্নতা অভিযানের শেষে তাঁর অভিব্যক্তি, এমন চমৎকার অভিজ্ঞতা শিশুদের উপর বিশেষভাবে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। কারণ তারা যখন কোথাও আবর্জনা ফেলতে যাবে, তখন তাদের সবসময় মনে পড়বে আজকের এই স্মৃতি এবং ফলে তারা অন্যদের মতো যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে, ঠিক নির্ধারিত ডাস্টবিনেই সেটি ফেলবে। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, সকল নাগরিকের উচিত তাদের শিশুদের এবং পরিবারের সবাইকে নিয়ে এমন ভাল কার্যক্রমে অংশগ্রহণ করা।

উল্লেখ্য, বন নগরীর পরিচ্ছন্নতা দপ্তর বনঅরেঞ্জ প্রায় দুই বছর যাবত কমলা রঙের ব্যাগ ও হাতমোজা সরবরাহ এবং সংগৃহীত আবর্জনা ব্যবস্থাপনার মধ্য দিয়ে করে এই কার্যক্রমে সহযোগিতা করে আসছে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online