পারিবারিক চিকিৎসাসেবার ৩৫তম আসর, ১৮ আগস্ট চক্ষু চিকিৎসা

নড়াইল, ২৬ জুলাই (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – নড়াইলে শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে পারিবারিক চিকিৎসা, ওষুধ প্রদান, আইনি পরামর্শ, প্রেসার, রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯ট থেকে দুপুর ২টা পর্যন্ত নড়াইল সরকারি উচ্চ (বালক) বিদ্যালয় এলাকায় মরহুম আতিয়ার রহমানের বাড়িতে এ চিকিৎসাসেবা দেয়া হয়। গাইনী, দন্ত, চক্ষুসহ বিভিন্ন বিষয়ে সাতজন চিকিৎসক রোগী দেখেন।
শরীফ আতিয়ার রহমানের বড় ছেলে সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স ও ডাক্তার শরীফ শামীম আতীক বলেন, বাবা মরহুম আতিয়ার রহমান শিক্ষাবিদ ছিলেন। বাবার আদর্শ ধারণ করে এলাকার অসহায় ও গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে প্রতি মাসের শেষ শুক্রবার বাড়িতে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ে আসছে। আমাদের পরিবারের ছয়জন চিকিৎসক ছাড়াও বিশেষজ্ঞরা বিনামূল্যে রোগী দেখেন। এছাড়া ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতেও এ আয়োজন অব্যাহত থাকবে।
এদিকে, আগামি ১৮ আগস্ট বিনামূল্যে ৫০জন রোগীকে চক্ষুচিকিৎসা ও লেন্স সংযোজন করা হবে। এছাড়া ছানি রোগসহ চোখের অন্যান্য চিকিৎসা বিনামূল্যে দেয়া হবে। এ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এ মতিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, নড়াইল প্রেসক্লাবের সভাপতি জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, বিএনপি নেতা তবিবুর রহমান মনু জমাদ্দার, মুন্সী শাহিন উল্লাহ মোহন, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, ডাক্তার শরীফ শামীম আতীক, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, সাংবাদিক আসাদ রহমানসহ অনেকে।
What's Your Reaction?






