পাচারকৃত শত বিলিয়ন ডলার ফেরত আনুন : নতুনধারা

Aug 9, 2024 - 11:34
 0  45
পাচারকৃত শত বিলিয়ন ডলার ফেরত আনুন : নতুনধারা
ছবিঃ প্রতিনিধি/ওভি

ঢাকা, ০৮ আগস্ট (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস) – নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ সেনা প্রধানের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সাবেক মন্ত্রী-এমপি-আমলাদের পাচারকৃত শত বিলিয়ন ডলার ফেরত আনুন এবং তা জনগণের কল্যাণে ব্যায় করুন। তা না হলে চরম অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা অসম্ভব হয়ে  উঠবে।

দুর্নীতিবাজদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী, এমপি ও আমলাদের কুশপুতুল দাহ ও সমাবেশে বক্তারা এই আহ্বান জানান। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।

এসময় নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, শত বিলিয়ন ডলার পাচার করেছে ওবায়দুল কাদের, সজীব ওয়াজেদ জয়, হাছান মাহমুদ, আসাদুজ্জামান খান কামাল, সিইসি হাবিবুল আউয়াল, মোহাম্মদ এ আরাফাত, পলকসহ সকল মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি ও আমলারা। এইসকল দুর্নীতিবাজদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আগামীতে যারা ক্ষমতায় আসবে, তারাও দুর্নীতির রামরাজত্ব তৈরি করবে। যা আমরা কোনভাবেই প্রত্যাশা করি না। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশে সকল দল ও নেতাকে দুর্নীতির বাইরে রাখতে ট্রুথ কমিশন গঠন করে দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া এখন সময়ের দাবি। এই ট্রুথ কমিশন গঠন করে দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূল শাস্তি দিতে সক্ষম হলেই দেশে শিক্ষার্থীদের আন্দোলন সফল হবে।

এসময় নেতৃবৃন্দ আরো বলেন, আমরা পাচারকৃত শত বিলিয়ন ডলার দেশে ফিরিয়ে আনার জন্য পরিকল্পিত পদক্ষেপের দাবির পাশাপাশি সহিংসতা-চুরি-ডাকাতি-দখল বন্ধে কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছি। ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের রাজনীতিতে একমাত্র রাজনৈতিকধারা, যারা ক্ষমতায় আসবার বা থাকবার সিঁড়ি হতে যুগপৎ কিংবা মহাজোটে যোগ দেয়নি। নতুনধারার অঙ্গীকার-দুর্নীতি থাকবে না আর...শ্লোগান নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে ঐক্যবদ্ধ করেছে বৈষম্য-দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে-আন্দোলন করতে। আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদেরকে ধন্যবাদ যেমন জানাই, তেমনি দুর্নীতিগ্রস্ত সাবেক সকল রাজনৈতিক দল ও নেতাকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ এসময় কৃষকদের সার-বীজ-ব্যাংক ঋণ সহজলভ্য করতে দুর্নীতিমুক্ত পদক্ষেপের দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online