জুলাই সনদ ও ঘোষণাপত্রের স্বীকৃতি চান শহীদ সাগরের পিতা

Jul 19, 2025 - 12:48
 0  6
জুলাই সনদ ও ঘোষণাপত্রের স্বীকৃতি চান শহীদ সাগরের পিতা
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, জুলাই (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) ২০২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ রেদোয়ান হোসেন সাগরের পিতা মো. আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা সরকারের কাছে জুলাই সনদ ও জুলাই ঘোষণা পত্র চাই। এগুলো যদি না দেওয়া হয় আমাদের আহতরা এবং আমরা যারা শহীদ পরিবার তারা ভবিষ্যতে রাষ্ট্রদ্রোহীতার মধ্যে পড়বো। এই সরকার ছাড়া অন্য সরকার ক্ষমতায় গেলে আমরা ঘোষণাপত্র পাবো না। নিরপেক্ষ সরকারের কাছে আমাদের দাবি থাকবে জুলাই সনদ দ্রুত দেওয়া হোক।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে আয়োজিত শোক ও স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ওই স্মরণ সভার আয়োজন করে বাকৃবির জাতীয় দিবস উদযাপন কমিটি। এসময় আরও উপস্থিত ছিলেন গণঅভ্যুত্থানে ময়মনসিংহ অঞ্চলের শহীদ শহীদ মাওলানা সাদেকুর রহমানের ভাই মো. সাদ্দাম হোসেন এবং শহীদ আছির এম টি শারাল হকের পিতা এইচ এম এনামুল হকসহ তাদের পরিবারের সদস্যবৃন্দ।

এসময় শহীদ সাগরের পিতা আরও বলেন, ১৯ জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা অংশগ্রহণ করে। কিন্তু আল্লাহর অশেষ কুদরতে আমার সন্তানই সেদিন শহীদ হয়। জুলাইয়ের বিপ্লব আমাদের জাতিকে ফ্যাসিবদ থেকে মুক্তি দিয়েছে। এই বিপ্লবের ইতিহাস শেষ হওয়ার নয়, আমরা জাতির কাছে প্রত্যাশা করবো এই সরকার থাকা কালেই সকল হত্যার ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক। যারা আহত হাসপাতালে কাতরাচ্ছে তাদের চিকিৎসা করা হোক। বিচারকার্য দীর্ঘায়িত হলে তার ন্যায় বিচার হয় না। তাই দ্রুত খুনিদের বিচার নিশ্চিত করুন।

বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হকের সভাপতিত্বে এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদার এবং ময়মনসিংহ অঞ্চলের শহীদ পরিবারের সদস্যবৃন্দ। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী , ক্রিয়াশীল সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালনায় জুলাই আন্দোলনের উপর তিনটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

প্রসঙ্গত, ২০২৪ এর গণ-অভ্যুত্থানে ময়মনসিংহ অঞ্চলের প্রথম শহীদ রেদোয়ান হোসেন সাগর। তার বাড়ি ময়মনসিংহ সদরের আকুয়ায়। গত বছরের ১৯ জুলাই ময়মনসিংহের টাউন হল মোড়ে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে সাগর শহীদ হয়।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online