নড়াইলে বাবা-ছেলেকে হত্যা, আহত ২, আটক-১

Jul 17, 2025 - 14:33
 0  13
নড়াইলে বাবা-ছেলেকে হত্যা, আহত ২, আটক-১
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, জুলাই (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে বিরোধপূর্ণ জমিতে পাট কাটা কেন্দ্র করে বাবা জাহাঙ্গীর শেখ (৬২) এবং ছেলে নাহিদ শেখকে (৩০) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বুধবার বেলা ১১টার দিকে বাহিরপাড়া গ্রামের বিলের মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবির শেখকে (৪৬) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, নড়াইলের কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের কাওছার শেখ ও জাহাঙ্গীর শেখের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার বেলা ১১টার দিকে জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শ্রমিক নিয়ে ওই জমিতে পাট কাটতে যান। বিষয়টি জানতে পেরে প্রতিপক্ষ কাওসার শেখসহ তার লোকজন জাহাঙ্গীর শেখ ও তার লোকজনকে পাট কাটতে বাধা দেন। এ সময় উভয়পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে কাওসার পক্ষের লোকজন জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদসহ চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে রক্তাক্ত করে। এ ঘটনায় প্রথমে বাবা জাহাঙ্গীর শেখ নিহত হন। এদিকে, আহত নাহিদ শেখকে ঢাকায় নেয়ার পথিমধ্যে বুধবার বেলা ৩টার দিকে মারা যান তিনি। আহত আব্দুল কাদের ও নয়ন শেখকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, বাবা-ছেলে হত্যাকান্ডের ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবির শেখকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online