নড়াইল বিএনপির সভাপতি জাহাঙ্গীর ও সম্পাদক মনিরুল

Feb 17, 2025 - 17:45
 0  11
নড়াইল বিএনপির সভাপতি জাহাঙ্গীর ও সম্পাদক মনিরুল
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শেষে রোববার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুসহ দলীয় নেতাকর্মীরা। চারটি থানা ও তিনটি পৌর শাখায় ৭০৭ জন ভোটার ছিলেন। এর আগে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম ৪৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জুলফিকার আলী পেয়েছেন ২৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম ৪৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী শাহরিয়ার রিজভী জর্জ পেয়েছেন ২৬৩ ভোট। অপর প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসান একটিমাত্র ভোট পেয়েছেন। এবার বিজয়ের মধ্যদিয়ে জাহাঙ্গীর ও মনিরুল দ্বিতীয়বার সভাপতি এবং সম্পাদক নির্বাচিত হলেন।
এছাড়া বিজয়ী তিনজন সাংগঠনিক সম্পাদক হলেন খন্দকার ইজাজুল হাসান বাবু (২৯৭ ভোট), অ্যাডভোকেট মাহবুব মুর্শেদ জাপল (২৭২ ভোট) ও টিপু সুলতান (১২৪ ভোট)। রোববার জেলা শিল্পকলা একাডেমিতে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online