জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া পুরস্কার বিতরণ

Oct 17, 2024 - 23:18
 0  97
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া পুরস্কার বিতরণ
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
নড়াইলে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতা শেষে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার পুরস্কার বিতরণ করা হয়। নড়াইল জেলা প্রশাসন এবং জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তীর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ মেহেদী হাসান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান হায়াত, বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার সভাপতি মুরাদুজ্জামান মুরাদ, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডলসহ অনেকে।
সাঁতার, কাবাডি ও দাবা ইভেন্টে বালক এবং বালিকা গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online