জাতীয় মৎস্য সপ্তাহঃ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’

নড়াইল, ১৮ আগস্ট (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’-এ স্লোগানে নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
জেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। পরে সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, সদর থানার পুলিশ পরিদর্শক জামিল কবির, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমুসহ অনেকে।
বক্তারা নড়াইল জেলার ঐতিহ্য দেশি মাছ রক্ষায় সবার মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি মাছ ধরার বিভিন্ন অবৈধ ফাঁদ জব্দ করে ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে সেরা মৎস্য চাষীদের পুরস্কৃত করা হয়। আগামি ২৪ আগস্ট মৎস্য সপ্তাহ শেষ হবে।
What's Your Reaction?






