ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

Nov 16, 2024 - 07:26
 0  48
ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, নভেম্ব (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)নড়াইলে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারীদের গ্রেফতার দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার উদ্যোগে শুক্রবার শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে মিছিল শুরু হয়ে নড়াইল প্রেসক্লাব ঘুরে আবার একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা আহ্বায়ক রাফায়েতুল হক তমালের সভাপতিত্বে ও সদস্য সচিব শাফায়াত উল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সংগঠক মিনহাজুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক তুহিন মোল্যা, যুগ্মসদস্য সচিব আব্দুর রহমান মেহেদী, হাসিবুর রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারসহ তাদের ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। হামলা মামলাগুলো দ্রুত তদন্ত করে চার্জশিট দেয়াসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়া গ্রেফতারের নামে নিরীহ লোকদের হয়রানি করা যাবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online