চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আহত
 
                                    মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছে। 
শনিবার সকালে এই ঘটনা ঘটে। জানা যায়, হাবিল শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। সীমান্তে জমিতে কাজ করার সময় বিএসএফ গুলি করেছে বলে দাবি পরিবারের।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার আনুমানিক ভোর সাড়ে তিনটার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ঘন কুয়াশার সুযোগ নিয়ে ৭/৮ জন বাংলাদেশী চিহ্নিত চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় সীমান্ত অতিক্রম করলে বিএসএফ টহলদল তাদেরকে লক্ষ্য করে ০২/০৩ রাউন্ড ফায়ার করে। উক্ত ফায়ারের শব্দ শুনে তাৎক্ষনিক বিজিবি টহলদল ঘটনাস্থলে গমন করলে বাংলাদেশী চোরাকারবারীরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। 
পরবর্তীতে সোর্স মারফত জানা যায়, মোঃ হাবিল নামে একজন চিহ্নিত চোরাকারবারী বিএসএফ এর গুলিতে আহত হয়ে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শনিবার আনুমানিক ভোর সাড়ে তিনটার দিকে উপরোল্লিখিত তেলকুপি বিওপি’র দায়িত্বপূর্ণ ০৫ কিঃ মিঃ সীমান্ত এলাকায় বাংলাদেশী কোন কৃষক অবস্থান করছিল না। এছাড়াও বর্ণিত এলাকায় তেলকুপি বিওপি কমান্ডারের নেতৃত্বে ০২টি টহলদল টহলরত অবস্থায় ছিল। উক্ত ঘটনার প্রেক্ষিতে বিজিবি-বিএসএফ কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠকে এ ব্যাপারে বিএসএফকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            

 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            