চাঁপাইনবাবগঞ্জে মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির দণ্ড
                                    মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি মামলায় দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। 
এর মধ্যে মাদক মামলায় রবিউল ইসলাম (৪০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, অস্ত্র মামলায় আকতারুল হক (৩৩) নামে আরেক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২৩ সালের ১৬ নভেম্বর সদর উপজেলার বটতলাহাট-শান্তিমোড় সড়কের চৌধুরী মোড়ে র্যাব চেকপোস্টে তল্লাশির সময় একটি অটোরিকশা থেকে ১ কেজি ১৩৪ গ্রাম হেরোইনসহ রবিউল ইসলামকে আটক করা হয়। পরে সদর থানায় মামলা দায়ের ও অভিযোগপত্র দাখিলের পর আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
অপরদিকে, ২০২১ সালের ১৩ জানুয়ারি শিবগঞ্জ উপজেলার টোলবাড়ি এলাকায় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুটি ওয়ান শ্যুটারগান ও দুই রাউন্ড গুলিসহ আকতারুল হককে আটক করা হয়। পরের দিন শিবগঞ্জ থানায় মামলা হয় এবং তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত অস্ত্র মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেন।
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                                                                                                                                            
                                                                                                                                            
                                                                                                                                            
