চাঁপাইনবাবগঞ্জে প্রেমিকের সঙ্গে দুই সন্তানের মায়ের আত্মহত্যা

Feb 2, 2025 - 15:02
 0  3
চাঁপাইনবাবগঞ্জে প্রেমিকের সঙ্গে দুই সন্তানের মায়ের আত্মহত্যা
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লা থেকে এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা ও পুলিশ জানান, ওই মহল্লার আব্দুস সামাদের মালয়েশিয়া প্রবাসী ছেলে সান মোহাম্মদ সনুর স্ত্রী দুই সন্তানের জননী টুশি বেগম (২৪) তার পরকীয়া প্রেমিক শিবগঞ্জ উপজেলার আরগাড়াহাট গ্রামের রাকিবকে (২৮) নিয়ে শনিবার রাতে গোপনে শশুর বাড়িতে রাত্রিযাপন করার সময় বিষয়টি শশুর বাড়ির লোকজন টের পেলে তারা লোকলজ্জার ভয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে শনিবার রাত ১১টার দিকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার জানান, তাদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। রোববার সকালে লাশ দুটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online