চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ২, বজ্রপাতে ১ জন নিহত

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুটি পৃথক মর্মান্তিক ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে।
রোববার উজিরপুর ও চৌকা খড়িয়াল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উজিরপুরে পদ্মা নদীর সংযোগ খালে গোসলে নেমে ডুবে যায় আনিম আলী (১১) ও মিম খাতুন (১০)। তারা উপজেলার উত্তর উজিরপুর এলাকার বাসিন্দা। আনিম ওমর আলীর ছেলে এবং মিম মুকুল আলীর মেয়ে। অসাবধানতাবশত গভীর পানিতে চলে যাওয়ায় তারা ডুবে যায় বলে জানান শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া। স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
একই দিনে, চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বজ্রপাতে মারা যায় শিশু শ্রেণির শিক্ষার্থী রোহিত সিংহ (৬)। সে মনাকষা ইউনিয়নের চৌকা পন্ডিতপাড়ার রাজু সিংহের ছেলে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, বৃষ্টির মধ্যে বিদ্যালয়ের একটি স্থান থেকে অন্যত্র যাওয়ার সময় বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
What's Your Reaction?






