কবিতায় দেশসেরা পুরস্কার পেলেন কবি উজির

Jul 13, 2024 - 20:04
 0  149
কবিতায় দেশসেরা পুরস্কার পেলেন কবি উজির
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল

তরুণ লেখকদের প্রতিভা বিকাশে অনলাইন কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সারাদেশে পাঠক প্রিয়তায় সেরা হয়েছেন নড়াইলের কবি উজির আলী।

এ উপলক্ষে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উদ্যোগে শনিবার আলাদাতপুর এলাকায় উজির আলীকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন তরুণ লেখক পরিষদের নড়াইল জেলার সভাপতি তরিকা সুলতানা লতা, বিয়াম স্কুলের প্রধান শিক্ষক ইউনুস শেখ, পিবিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানসহ অনেকে।

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উদ্যোগে ২০২৩-২৪ বর্ষে অনলাইন জাতীয় কবিতা উৎসবএর আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চারটি পর্বে এ আবৃত্তি প্রচার করা হয়। ১১টি জেলা থেকে ৪৮ জন তরুণ কবি প্রতিযোগতায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাঠক প্রিয়তায় নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী প্রথম হয়েছেন। এরই ধারাবাহিকায় তাঁকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হলো। এর মধ্যে সম্মাননা স্মারক, সনদপত্র ও সম্মানী চেক প্রদান করা হয়েছে।

৪৮ জন তরুণ লেখকের মধ্যে স্বরচিত একুশের চেতনাশীর্ষক কবিতাটি আবৃত্তি করে প্রায় সাত হাজার দর্শক ভিউতে এগিয়ে থাকা নড়াইলের উজির আলী দেশসেরা হয়েছেন।

অনুষ্ঠান পরিচালনার জন্য বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উম্মে হানী মেঘলার তত্ত্বাবধানে চার সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়। এ উপকমিটির সমন্বয়কের দ্বায়িত্ব পালন করেন তরুণ লেখক পরিষদের উপদেষ্টা দেবাশীস ভট্টাচার্য, সহকারী সমন্বয়ক আশিকুল কায়েস, আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক ও সদস্য সচিব অনিক আহমেদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online