তুমি আমার তুমি হবে
- হাসান সজীব
তুমি আমার উপন্যাসের নায়িকা হবে,
নীল শাড়ীতে সাজাবো তোমায়
নুপুর দেব আলতা রাঙ্গা পায়!
তুমি আমার আকাশ হবে?
মেঘ হয়ে ভাসবো তখন,
বৃষ্টি হয়ে ঝরবো যখন,
আমার জলে সিক্ত হইও
জড়িয়ে আঁচল গায়!
তুমি আমার অশ্রু হবে,
দুঃখ বেলার সাথী?
অপরাহ্নে হবে কি আমার
নিশীথ বেলার ভাতি!
তুমি আমার বিকেল হবে
রক্তিম আভার বিকেল,
গোধুলি বেলায় বসবে পাশে
জমাবে গল্প বেশ?
নীশিথ বেলা রাখবে তুমি
গোধুলি বেলার রেশ?
তুমি আমার স্বপ্ন হবে,
ভোরে ঘুমের ঘোরে?
ভবিষৎকে সাজাবে তুমি
কল্পনাতে চড়ে!
নিদ্রা যখন ভাঙ্গবে আমার
রয়ে যাবে তার রেশ!
বিছানা জুড়ে থাকবে তখন,
তোমার অস্তিত্ব বেশ!
কাছে আসলে আদর দেব
ভরিয়ে সারা গায়!
তোমার মাঝে হারিয়ে যাব,
খুঁজবে সারা গাঁয়!
তুমি আমার জীবন হবে?
বাঁচিয়ে রাখবে আমায়!
সব কিছুতে রাখবো তোমায়,
অভিমানে ভরসা হবে,
করবে সব শেষ!
তুমি আমার তুমি হবে,
হবে আমার দেশ?
তোমার কোলেই মাথা রেখে
হবো নিঃশেষ!
What's Your Reaction?