উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Nov 9, 2025 - 03:55
 0  5
উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রগতির পথে জীবনের গানে’ - প্রতিপাদ্যে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার শহরের শিল্পকলা মার্কেটের নিজস্ব কার্যালয়ে সংগঠনের জেলা সংসদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সংসদ সভাপতি এড. এ.বি.এম সাইদুল ইসলাম।
জাতীয় এবং সাংগঠনিক সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সাধারণ সম্পাদক গোলাম মওলা। আবৃত্তি সম্পাদক রুনা পারভিন ডালিয়ার সঞ্চালনায় আরও বক্তব্য দেন সহ-সভাপতি আমীরুল মোমেনীন জীবন, সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান উত্তরায়ন সাংস্কৃতিক পরিষদ পরিচালক মো: আলাউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, দেশে এক প্রকার অপসাংস্কৃতিক আগ্রাসন চলছে। এটা প্রতিরোধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শুরু করতে হবে সুস্থ সংস্কৃতির ধারা। আবহমান কাল থেকে বাঙ্গালী যে সাংস্কৃতিক পরিবেশ পেয়েছে তাকে ধরে রেখে এগিয়ে নিতে হবে।
সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আঞ্চলিক সঙ্গীত, গণসঙ্গীত, লোক গীতি, একক সঙ্গীত এবং আবৃত্তি পরিবেশিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online