ইমিটেশনের অলংকার পাচার, ট্রাক জব্দ, চালক আটক
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে ৮ কোটি টাকা মূল্যের ভারতের তৈরি ৭৬৭ কেজি ইমিটেশনের অলংকার উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির সদস্যরা।
এসময় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাক চালককে আটক করেছে বিজিবি। আটককৃত ট্রাক চালক আব্দুস শুকুর হচ্ছেন শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের বাসিন্দা।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সোনামসজিদ সীমান্তের ১৮৪/৪ এস পিলার হতে বাংলাদেশের প্রায় ৯শ‘ গজ অভ্যন্তরে পানামা পোর্ট লিংক লিমিটেড এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে উল্লেখিত ইমিটেশনের অলংকার উদ্ধার করা হয়েছে বলে বিজিবি জানায় ।
মঙ্গলবার সোনামসজিদ বিওপিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে পানামা পোর্ট লিংক লিমিটেড এলাকায় ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ঐ ট্রাকে ৫৬ বস্তা চায়না ক্লে পাউডারের মধ্যে লুকায়িত অবস্থায় ৭৬৭ কেজি ইমিটেশনের অলংকার উদ্ধার করা হয়। এর মধ্যে ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সাদৃশ্য ইমিটেশনের অলংকার ও ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকার রয়েছে।
বিজিবি অধিনায়ক বলেন, আটককৃত মালামালের মূল্য আনুমানিক ৮ কোটি টাকা। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
What's Your Reaction?