ইউকে ভ্রমণে আইরিশদের জন্য নতুন নিয়ম

May 4, 2025 - 21:59
 0  9
ইউকে ভ্রমণে আইরিশদের জন্য নতুন নিয়ম
ছবিঃ প্রতিনিধি/ওভি

মো: সাখাওয়াৎ হোসেন (সাখাওয়াৎ লিটন)

ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি তার অন্তর্ভুক্ত এক দেশ থেকে অন্য দেশে ভ্রমনের জন্য নতুন একটি নিয়ম চালু করে, যা ইলেকট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন ETA (Electronic Travel Authorization) নামে পরিচিতযেখানে ব্রেকজিটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া ব্রিটেনও রয়েছেতবে নতুন এই ভ্রমণ নিয়মে আয়ারল্যান্ডের উপর তেমন প্রভাব পড়বে নাকারণ ব্রিটেনে কমন ট্র্যাভেল এরিয়া হিসেবে আয়ারল্যান্ডের নাগরিকরা এ নিয়মের বাইরে থাকবে

নতুন নিয়মে এ বছরের এপ্রিল থেকে ইউরোপীয় নাগরিকদের ইউকে ভ্রমণের জন্য ইলেকট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন ETA করতে হচ্ছেতবে অন্যান্য রাষ্ট্রের জন্য এ নিয়ম থাকলেও শুধুমাত্র আইরিশ সিটিজেনও ইউকে ভ্রমণের যোগ্য আইরিশ নাগরিকদের জন্য ETA করতে হবে না

তবে ১৬ বছরের অধিক বয়স্ক যে কোনো আইরিশ নাগরিকদের ইউকে ভ্রমণের সময় পাসপোর্টের পাশাপাশি নিচের যে কোন একটি ডকুমেন্ট এর অরিজিনাল কপি সাথে রাখার জন্য পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট সরকারী দফতরএর মধ্যে:-

* আইরিশ ড্রাইভিং লাইসেন্স অথবা লার্নার পারমিট

* মেডিকেল অথবা জিপি ভিজিট কার্ড

* ইউরোপীয় রেসিডেন্ট পারমিট

* আইরিশ রেসিডেন্ট পারমিট

* পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট

* জাতীয় এইজ কার্ড ও

* ডিপ্লোমেটিক আইডি কার্ড

ভ্রমণকালে এয়ারপোর্ট ইমিগ্রেশন চেকের সময় আইরিশ নাগরিকদের কাছে উপরোক্ত ডকুমেন্টগুলোর যে কোন একটি প্রয়োজন হতে পারেতবে আইরিশ নাগরিক এবং রেসিডেন্ট ব্যতীত অন্যান্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ থেকে ইউকে ভ্রমণ করতে বাধ্যতামূলক ETA করতে হবে

তবে নন-আইরিশ যারা বর্তমানে আয়ারল্যান্ডের বাসিন্দা বিশেষ করে ইইউ এবং ইউএস সিটিজেন, তাদের জন্য ইউকে ভ্রমণের জন্য ভিসা লাগবে না, তাদের ETAও করতে হবে নাতবে উপরোক্ত প্রুঅফ রেসিডেন্সের যে কোন একটি ডকুমেন্ট সাথে রাখতে হবে বলে জানিয়েছে আইরিশ ইমিগ্রেশন অথরিটি

যদিও নর্দান আয়ারল্যান্ডের বর্ডার অতিক্রমে সিকিউরিটি চেক নেই, তবুও ভ্রমণের সময় যে কোন ঝামেলা এড়াতে প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে নিয়ে নর্দান আয়ারল্যান্ড যাবার পরামর্শ দেয়া হয়েছে

ভ্রমণের আগে যাদের ETA দরকার হবে তারা ইউকে বর্ডার এজেন্সির অ্যাপের মাধ্যমে এটি সহজেই আবেদন করে অনুমোদন নিতে পারবেন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online