২১ হাজার বাংলাদেশীর শেনজেন ভিসা আবেদন প্রত্যাখ্যাত

May 22, 2025 - 00:26
 0  6
২১ হাজার বাংলাদেশীর শেনজেন ভিসা আবেদন প্রত্যাখ্যাত
Photo: ah/ov

মো: সাখাওয়াৎ হোসেন (সাখাওয়াৎ লিটন)
বিভিন্ন কারণ দেখিয়ে ইউরোপের শেনজেনভুক্ত দেশগুলোয় যাবার জন্য প্রায় ২১ হাজার বাংলাদেশী ভিসা প্রত্যাশিতদের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। যা সর্বোচ্চ ভিসা আবেদন প্রত্যাখ্যাত হওয়া দেশগুলোর মধ্যে দ্বিতীয়, এ তালিকায় প্রথমে আছে আফ্রিকার দেশ কমোরোস। এই আবেদনগুলো করা হয় ২০২৪ সালে।  
মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ইউরোপ ভিত্তিক সংবাদ মাধ্যম শেনজেন নিউজ। খবরে বলা হয়, সবচেয়ে বেশি ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে পশ্চিম আফ্রিকার দেশ কমোরোসের নাগরিকদের। এরপরই  রয়েছে যথাক্রমে বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক।
শেনজেন ভিসা ইনফোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে কমোরোসের এক হাজার ৭৫৪ নাগরিকের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়। এই দেশ থেকে ভিসার আবেদন করেছিলেন ২ হাজার ৮৫৩ জন। যা মোট আবেদনের ৬২ দশমিক ৮ শতাংশ।
এদিকে, গত বছর বাংলাদেশ থেকে শেনজেন ভিসার আবেদন করা হয়েছিল ৩৯ হাজার ৩৪৫টি। যার মধ্যে ২০ হাজার ৯৫৭টি আবেদন প্রত্যাখ্যান করা হয়, যা মোট আবেদনের ৫৪ দশমিক ৯০ শতাংশ। 
অপরদিকে, পাকিস্তানিদের ৭৮ হাজার ৩৬২টি আবেদনের মধ্যে ৩৫ হাজার ১৩৯টি প্রত্যাখ্যান হয়। যা মোট আবেদনের ৪৭ দশমিক ৫ শতাংশ।
সংস্থাটি জানায়, ২০২৩ সালে ৪১ হাজার ৩১৭ জন বাংলাদেশী ভিসার আবেদন করেছিলেন। যারমধ্যে সেবার ১৭ হাজার ১৫টি প্রত্যাখ্যান হয়েছিল। ওই বছর প্রত্যাখ্যানের হার ছিল ৪২ দশমিক ৮ শতাংশ। এদিক দিয়ে আবেদন প্রত্যাখ্যান করার বিষয়টি ২০২৩ সালের তুলনায় কমার পরিবর্তে গত বছর আরো বেড়েছে। 
এদিকে, এ সংস্থার হিসাব মতে, শেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশীদের ভিসা সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করেছে সুইডেন। অপরদিকে, পাকিস্তানীদের ভিসা সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করেছে অস্ট্রিয়া। আর কমোরোসের নাগরিকদের ভিসা সর্বোচ্চ প্রত্যাখ্যান করেছে ইউরোপের অন্যতম বৃহৎ দেশ ফ্রান্স।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online