সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জেলা প্রেসক্লাব ও সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মুন্টু, সাবেক সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, শহীদুল হুদা অলক, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সাংবাদিক ফয়সাল আজম অপু, জাকির হোসেন পিংকু, বদিউজ্জামান রাজাবাবু, সেলিম রেজাসহ অন্যরা।
বক্তারা বলেন, জনবহুল এলাকায় দিনের আলোতে তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে - এটি কেবল একজন সাংবাদিক হত্যার ঘটনা নয়, বরং পুরো গণমাধ্যমের ওপর ভয়াবহ আঘাত। সাংবাদিকদের গলা কেটে কণ্ঠরোধ করা যাবে না, লেখনী থামানো যাবে না। মৃত্যুভয় উপেক্ষা করে সাংবাদিকরা অন্যায় ও অপরাধের বিরুদ্ধে লিখে যাবে। তারা দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশের সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
What's Your Reaction?






