‘সরকারের ক্ষতি করছে আমলা আর কিছু ছাত্র‘ - দক্ষিণাঞ্চলে মেহেদী

ঢাকা, ০৪ এপ্রিল (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস) – নতুনধারা বাংলাদেশ চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ইউনূস সরকারের ক্ষতি করছে আমলা আর কিছু ছাত্র। তারা রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে আমজনতার কথা না ভেবে বিভিন্ন ধরণের ভুল সিদ্ধান্ত নিচ্ছে, ছাত্র থাকা অবস্থায় নতুন দল গঠন করে শিল্পপতিদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। বিনিময়ে শিল্পপ্রতিষ্ঠানগুলো ইচ্ছেমত তেল-চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল বৃদ্ধি করছে।
পাঁচ দিনের দক্ষিণাঞ্চল সফরের চতুর্থ দিন বরগুনার আমতলী উপজেলার চাউরায় এক পথসভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনীতিক ও ব্যবসায়ীদের একটি বড় অংশ শিক্ষার্থীদেরকে যেমন ব্যবহার করছে, তেমনি এই সরকারকেও ব্যবহার করে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইছে।
এসময় উপস্থিত ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সদস্য আল আমিন বৈরাগী, বিথী হাওলাদার প্রমুখ।
What's Your Reaction?






