যুদ্ধ বন্ধের দাবিতে নতুনধারার গণস্বাক্ষর ও উঠান বৈঠক

বান্দরবান, ১৩ এপ্রিল (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস) – গাজাসহ সকল যুদ্ধ বন্ধের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে গণস্বাক্ষর ও উঠান বৈঠক কর্মসূচি।
বান্দরবানের সুয়ালেকস্থ অস্থায়ী কার্যালয়ে শনিবার কর্মসূচির উদ্বোধন করেন প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী।
এসময় মোমিন মেহেদী বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল স্তরের মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করছে। এই গণস্বাক্ষরিত দলিলগুলো আমরা জাতিসংঘের ইমেইলে প্রেরণ করবো এবং দাবি জানাবো অনতিবিলম্বে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। তিনি এসময় বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা রাজনৈতিকভাবে বাংলাদেশকে এগিয়ে যেতে দেখতে চায়। নারী-পুরুষ নির্বিশেষে সারাদেশে সকলকে নিয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার লক্ষ্যে নতুনধারার রাজনীতিকরা মানুষকে সরচেতন করছে। ছাত্র-যুবক-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি ভারত-পাকিস্তান-আমেরিকা নয়; বাংলাদেশের পক্ষে থেকে প্রমাণ করতে চায় আমরা শান্তি ও সমৃদ্ধির পক্ষে।
এসময় বক্তব্য রাখেন জাহিদুল আলম, মো. আবদুছ ছালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
What's Your Reaction?






