যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়নে কারিকুলাম সংস্কারের দাবি

Sep 15, 2024 - 21:47
 0  7
যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়নে কারিকুলাম সংস্কারের দাবি
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
নড়াইলে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার আয়োজনে শনিবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবিএম ফজলুল করিম। জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ এমএইচ বাহাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক রবিউল ইসলাম, ডক্টর আলমগীর বিশ্বাস, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
এছাড়া অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, মাস্টার জাকির হোসেন বিশ্বাস, আলমগীর হোসাইন, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা হাদিউজ্জামান, মাওলানা নজরুল ইসলাম, হাফেজ মিরাজুল ইসলাম, খিয়াম উদ্দিন, সিরাজুল ইসলাম, আব্দুল মান্নান, তরিকুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল আমিনসহ অনেকে। অনুষ্ঠানে স্কুল, কলেজ ও মাদরাসা পর্যায়ের প্রায় ৬০০ শিক্ষক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ২০২১ সালের কারিকুলাম বাতিল করে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। সরকারি-বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য নিরস করতে হবে। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে চাকরিচ্যুত ও নির্যাতিত শিক্ষকদের বকেয়া বেতনসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। নতুন শিক্ষা কমিশন গঠনের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online