মহাম্মদখানী সেচ প্রকল্পের নেতৃত্বে কাদের ও সবুর

Nov 17, 2024 - 06:01
 0  70
মহাম্মদখানী সেচ প্রকল্পের নেতৃত্বে কাদের ও সবুর
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মহাম্মদখানী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে সভাপতি পদে আব্দুল কাদের মিঞা ও সম্পাদক পদে আব্দুস সবুর নির্বাচিত হয়েছেন।

শনিবার সদর উপজেলার বালিয়াডাঙ্গা উচ্চবিদ্যালয়ে ভোট গ্রহণ হয়। ভোট গণনা শেষে সন্ধ্যার পরে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির সভাপতি পলাশ কুমার প্রামাণিক।

নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকে ৪ ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের মিঞাতাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আশরাফুল আলম (শাকিল) বাইসাইকেল প্রতীকে পেয়েছে ২৮ ভোট।  আর সম্পাদক পদে মই প্রতীকে ৫শ ৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে আব্দুস সবুর এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শারিউল ইসলাম মোরগ প্রতীকে পেয়েছেন ২শ ৭৪ ভোট। সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ ইয়াকুব আলী নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সদস্য পদে হরিণ প্রতীকে মোঃ মোক্তার হোসেন (ভদু) ৪শ ৩৯ ভোট পেয়ে ১ম। মোঃ ফাইজুল কবির তালাচাবি প্রতীকে ৪শ ৯ ভোট পেয়ে ২য়। মোঃ মনির আহসান বাবু হাতপাখা প্রতীকে ৪শ ৭ ভোট পেয়ে ৩য়। মোঃ আকরাম আলী আম প্রতীকে ৪ ভোট পেয়ে ৪র্থ এবং আব্দুল সাত্তার গাভী প্রতীকে ৩ ৮৬ ভোট পেয়ে ৫ম সদস্য পদে নির্বাচিত হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online