বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা
ফরহাদ খান, নড়াইল
একুশে পদকপ্রাপ্ত চারণকবি বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিন, বীরমুক্তিযোদ্ধা শেখ মঞ্জুর আহম্মেদ, মোহাম্মদ আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ, কল্যাণ মুখার্জি, সৈয়দ হাসমত আলী, বাঁশগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলাল উদ্দিন, বিমল কৃষ্ণ দত্ত, ইউপি সদস্য ভবরঞ্জন রায়সহ অনেকে।
২০ ফেব্রুয়ারি বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কবির জন্মভিটা বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইলের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী চারণকবি বিজয় সরকার প্রায় ১৮০০ গান রচনা করেন। তার অবদানের স্বীকৃতিস্বররূপ ২০১৩ সালে মরণোত্তর একুশে পদক লাভ করেন তিনি।
What's Your Reaction?