বাকৃবিতে শিবিরের 'প্রোডাক্টিভ রমাদান' শীর্ষক সেমিনার

Mar 1, 2025 - 02:07
 0  12
বাকৃবিতে শিবিরের 'প্রোডাক্টিভ রমাদান' শীর্ষক সেমিনার
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, ফেব্রুয়ারি (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) আসন্ন পবিত্র রমজানের প্রস্তুতি উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত হয়েছে প্রোডাক্টি রমাদানশীর্ষক সেমিনার।

সেমিনারে রমজান মাসে করণীয় ও বর্জনীয়সহ বেশ কিছু বিষয়ের উপর আলোচনা করা হয়। সেমিনার শেষে সকলের মধ্যে রমাদান কর্মপরিকল্পনা এবং সাহরী ও ইফতারের সময়সূচীর ক্যালেন্ডার বিতরণ করা হয়। 

শুক্রবার আসরের নামাযের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ এবং গাজীপুরের সোনার মদিনা জামে মসজিদের খতিব মাওলানা মোশাররফ হোসাইন। উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির বাকৃবি শাখার সভাপতি ফখরুল ইসলাম, সেক্রেটারি আবু নাসির ত্বোহা ও অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মঈন এবং অন্যান্য নেতৃবৃন্দ। 

আমন্ত্রিত অতিথি এসময় উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে রমজানের প্রস্তুতি এবং তাৎপর্য বিষয়ক আলোচনা করেন। তিনি বলেন, ‘রোজা কেবল উপবাস থাকা নয় বরং পানাহার, কামাচার এবং পাপাচার এই তিনটি বিষয় একত্রে পরিত্যাগের নাম রোজা। কুরআন শিক্ষা ও শিখানোর সর্বোত্তম সময় রমজান মাস। আমাদের সবাইকে কুরআনের ছাত্র হতে হবে। কুরআনের প্রতি আমাদের সবার কিছু হক হয়েছে। কুরআন অধ্যয়ন ও আত্মস্থ করার মাধ্যমে কুরআনের হক আদায় করতে হবে। 

তিনি উপস্থিত সবাইকে রমাজানে দান, সদকা, রোজাদারকে ইফতার করানো এবং পিতা-মাতার সাথে সদাচরণের উপদেশ দেন। এছাড়াও আবাসিক হলগুলোতে একত্রে ইফতার এবং কুরআনের পরিবেশ তৈরি করতে বলেন। 

আয়োজনের বিষয়ে ইসলামি ছাত্র শিবিরের বাকৃবি শাখার সভাপতি ফখরুল ইসলাম বলেন, ‘রমজান রহমত-বরকত এবং নাজাতের মাস। যদি আল্লাহ ও রাসূল (সাঃ) কে ভালোবাসেন। তবে আমাদের পিছনে যা হয়েছে তা নিয়ে আফসোস নয়। বরং এখন থেকে দৃঢ় সংকল্প করবো সামনে আর কখনোই আল্লাহর নাফরমানী করবো না। জনশক্তিদের বলবো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর কর্ণকুহরে যেন রমাদানের বার্তা পৌঁছে দেয়। 

সেমিনারে শিক্ষার্থীদের পাশাপাশি ক্যাম্পাসের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও অংশগ্রহণ করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online