বাড়ানো হলো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসির মেয়াদ

মো: সাখাওয়াৎ হোসেন (সাখাওয়াৎ লিটন)
সশস্ত্র বাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস বাড়িয়েছে সরকার। আগামী ১৪ মে থেকে পূণরায় বৃদ্ধি পাবে এর মেয়াদ।
বৃহস্পতিবার জন প্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা হয় এ আদেশ। আদেশে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর উপরের সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) ‘দ্যা কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।
এর আগে গত ১৩ মার্চ থেকে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ দুই মাস বাড়ানো হয়েছিল। সেই মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৩মে।
নতুন আদেশকৃত এই মেয়াদ হবে ১৪ মে থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত। এ সময়ের মধ্যে সশস্ত্র বাহিনী সারাদেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
What's Your Reaction?






