বাকৃবিতে একত্রে ইফতার করলেন ছয় শতাধিক শিক্ষার্থী  

Mar 17, 2024 - 05:48
 0  48
বাকৃবিতে একত্রে ইফতার করলেন ছয় শতাধিক শিক্ষার্থী  
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ,মার্চ (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) সৌহার্দ্য, ম্প্রীতি আর রহমতের বার্তা নিয়ে বছর ঘুরে আবার এসেছে পবিত্র মাহে রমজান। সারাদিন রোযা রাখার পর সবাই মিলে একসাথে ইফতার করার বিষয়টি এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনের রমজানগুলো কিছুটা ভিন্ন। পরিবারের সদস্যদের বাইরে বন্ধু, সহপাঠী, সিনিয়র, জুনিয়র সবাই মিলে একসাথে ইফতার করার মুহূর্তগুলো কেবল ক্যাম্পাস জীবনেরই অংশ।

মাসজুড়ে বিভিন্ন সংগঠন, গ্রুপ বা ব্যক্তিগত উদ্যোগেও অসংখ্য ইফতার মাহফিল হয়ে থাকে বিশ্ববিদ্যালয় জুড়ে। তেমনি এক ঐতিহাসিক ইফতার মাহফিলের সাক্ষী হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল প্রশাসন এবং হল ছাত্রলীগের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ভ্রাতৃত্ব ও সহমর্মিতা বৃদ্ধির উদ্দেশ্যে বাকৃবির প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী ওই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। এটি বাকৃবির ইতিহাসে সবচেয়ে বড় ইফতার মাহফিল ছিল বলেও দাবি করেন ওই হলের শিক্ষার্থীরা।

জানা যায়, সকাল থেকেই সোহরাওয়ার্দী হলের হেলিপ্যাড মাঠ পরিষ্কার-পরিছন্নতার কাজ শুরু হয়। পরে বিকেলে হলের সবাইকে নিয়ে ওই ইফতার মাহফিল হয়। ইফতারের আগে দোয়ার আয়োজন করা হয়।

ইফতারে অংশগ্রহণকারী ওই হলের শিক্ষার্থী ও কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হুরায়রা বলেন, এটি একটি অসাধারণ আয়োজন ছিল। হলের সবা একসাথে ইফতার করার সুযোগ হলো। এটি আয়োজন করাও বেশ কঠিন কাজ ছিল। কিন্তু আমাদের হলের সবার ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে এতো বড় আয়োজন সম্ভব হয়েছে। ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক এই প্রত্যাশা করি।

ইফতার মাহফিলে সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল করিম, হাউজ টিউটর আর এ জুইস, মো. অলিয়ার রহমান এবং বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদসহ ওই হলের শিক্ষার্থী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে বিশ্ববিদ্যালয়, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online