বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতৃত্বে মিথিলা ও সজীব

Jul 6, 2024 - 01:09
 0  62
বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতৃত্বে মিথিলা ও সজীব
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, ০৫ জুলাই (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) – সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি পদে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিশাত আনজুম মিথিলা এবং সাধারণ সম্পাদক পদে কৃষি অনুষদের  শিক্ষার্থী সজীব দাস নির্বাচিত হয়েছেন।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ২৪তম কাউন্সিলে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বাকৃবি শাখার সহ-সভাপতি রাকিব আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু সদস্য ডা. মনীষা চক্রবর্তী, প্রগতিশীল কৃষিবিদ কেন্দ্রের সভাপতি ড. শামসুল হোসেন এবং বাসদের পাঁচ নম্বর জোনের জোন ইনচার্জ ইমাম হোসেন খোকনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাহমুদুল হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবু ইউসুফ, দপ্তর সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক কবিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল ইসলাম এবং সদস্য রাকিব আহমেদ, সুজন আহমেদ, নিবিড় কান্তি রায় ও কাজী সাকিবুর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online